১৮ দলীয় জোটের ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর শাহবাগে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে গণজাগরণ মঞ্চের সংগঠক ও ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু (২৮) আহত হয়েছেন। একই ঘটনায় রিকশাচালক আসাদ মিয়াও (৭০) আহত হন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ছাত্রমৈত্রীর সহ-সভাপতি শামীমা সুলতানা শাওন জানান, রিকশাযোগে শাহবাগের গণজাগরণ মঞ্চে যাওয়ার পথে আজিজ সুপার মার্কেটের সামনে কে বা কারা হঠাৎ একটি ককটেল ছুড়ে মারে। এসময় বিস্ফোরণে বাপ্পাদিত্য বসুসহ রিকশা চালক আহত হন।