Home / জাতীয় / খালি মাঠে গোল হতে দেখে বিরোধী দল কপাল চাপড়াচ্ছে

খালি মাঠে গোল হতে দেখে বিরোধী দল কপাল চাপড়াচ্ছে

খালি মাঠে গোল হতে দেখে বিরোধী দল কপাল চাপড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, খালি মাঠ, শূন্য মাঠ, গোল তো হবেই। মাঠে খেলোয়াড় নেই, আমি কী করবো? খেলা হচ্ছে মাঠে, কিন্তু গোলকিপার নেই, গোলতো হবেই! এখন খালি মাঠে গোল হতে দেখে তারা কপাল চাপড়াচ্ছেন।

শেখ হাসিনা বলেন, আমরা ধরেই নিয়েছিলাম যে, বিএনপি নির্বাচনে আসবে। সে হিসেবেই আমরা দলের প্রার্থীদের মনোনয়ন দিয়েছিলাম। আওয়ামী লীগ সুশৃঙ্খল দল। দলের শৃঙ্খলা মেনে মনোনয়ন নিয়েছেন নেতারা। যেহেতু বিরোধী দল নির্বাচনে আসেনি এবং কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না, সেহেতু ১৫৪ আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, আমিতো বলেই দিয়েছি, আসুন ‍আলোচনায় বসি। সমঝোতায় পৌঁছাতে পারলে এ নির্বাচনের পর আমরা সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন করবো। তবে এজন্য আপনাদের মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতের সঙ্গ ছাড়তে হবে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ