আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ১৫ দিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
বিকেল ৩টায় শুরু হওয়া এ বৈঠকে চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা, সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।