Home / জাতীয় / সমঝোতা হলে ফের নির্বাচন
সমঝোতা হলে ফের নির্বাচন

সমঝোতা হলে ফের নির্বাচন

বিরোধী দলের সঙ্গে সমঝোতা হলে দশম জাতীয় নির্বাচনের পর ফের নির্বাচন হতে পারে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে সূচনা বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের সঙ্গে আলোচনা চলতে থাকবে। বিরোধী দল হরতাল-অবরোধ বন্ধ করলে, তাদের সঙ্গে সমঝোতা হলে, এবারের নির্বাচনের পর সংসদ ভেঙ্গে দিয়ে পুনরায় নির্বাচন দেব।’

তিনি বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, ‘অবরোধের খেলা বন্ধ করুন, নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। উনি (খালেদা) নির্বাচনের ট্রেন মিস করেছেন। হরতাল অবরোধ বন্ধ না করলে মানুষের জানমালের নিরাপত্তা দিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।‘

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ