Home / জাতীয় / নির্বাচনের প্রাক্কালে ২২ যুগ্ম সচিবকে বদলি-পদায়ন

নির্বাচনের প্রাক্কালে ২২ যুগ্ম সচিবকে বদলি-পদায়ন

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে জনপ্রশাসনের ২২ জন যুগ্ম সচিবকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। এর মধ্যে ১৬ জন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) যুগ্ম সচিবকে পদায়ন, চারজনকে বদলি ও দুজনকে ওএসডি করা হয়েছে।

বদলি সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, এটা নিয়মিত বদলি। বেশকিছু কর্মকর্তা অবসর-উত্তর ছুটিতে (এলপিআর) যাওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হয়েছেন। এর ফলে তাঁদের স্থলে পদায়ন করা হয়েছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ