রাজধানীর গাউছিয়া মার্কেট সংলগ্ন চিশতিয়া মার্কেটের চারতলার দুইটি দোকানের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার রাত ৯টার দিতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনে দুই দোকানের কাপড় পুড়ে প্রচণ্ড ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে রয়েছে। এখনও দুই দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে চিশতিয়া মার্কেটের চারতলার থান কাপড়ের দোকান রাফিয়া ফ্যাশনে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন পাশের দোকান মাহবুবা হোসিয়ারিতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহাদাত হোসেন বলেন, প্রাথিমকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে।