যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার ঘটনায় পাকিস্তানের পার্লামেন্টে শোক প্রস্তাব পাশ করায় দেশটির সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারকে ২০ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে গণজাগরণমঞ্চ।
বুধবার সন্ধ্যায় পাকিস্তান হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে গুলশানের অস্ট্রেলিয়ান হাইকমিশনের সামনে আয়োজিত সমাবেশে তারা এ ঘোষণা দেন।
এর আগে গণজাগরণ মঞ্চের ৫ থেকে ৭ হাজার কর্মী পাকিস্তান হাই কমিশন ঘেরাও করতে এলে গুলশান ২ নম্বর সার্কেলে তাদের আটকে দেয় পুলিশ। পরে গণজাগরণমঞ্চের কর্মীরা ধ্বস্তাধ্বস্তি করে পুলিশি বাধা ডিঙিয়ে পাকিস্তান হাই কমিশনের খুব কাছে চলে আসেন।
এরপর ৠাব-পুলিশের সম্মিলিত বাধা ও লাঠিচার্জে কিছুটা পিছু হটে অস্ট্রেলিয়ান হাইকমিশনের সামনে সমাবেশ করেন।
পরে তারা চলে যাওয়ার আগে ঘোষণা দেন, বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করলে ফের পাকিস্তান হাই কমিশন ঘেরাও করা হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের উপ-কমিশনার খন্দকার লুৎফুল কবির জানান, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আলটিমেটাম দেওয়ার পর বিক্ষোভরত গণজাগরণমঞ্চের কর্মীরা আহতদের চিকিৎসার আশ্বাস পেয়ে ফিরে যান।
তিনি বলেন, গণজাগরণমঞ্চের ৮ জন কর্মী ৠাব-পুলিশের হাতে আহত হয়েছেন বলে দাবি উঠেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো বলে জানিয়েছি।