জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশের বাইরে যাচ্ছেন না বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ।
বুধবার রওশান এরশাদের সঙ্গে সাক্ষাত সেরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি জানান, ম্যাডামের সাথে আলোচনা করে জেনেছি, এরশাদ সাহেব দেশের বাইরে যাচ্ছেন না। তিনি দেশেই চিকিৎসা নেবেন।
আটক সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী ফিরোজ বলেন, দল থেকে যা বলা হচ্ছে আমরা তাই করছি। এর বেশি কিছু বলতে পারবো না।
জাতীয় পার্টির বর্তমান রাজনৈতিক অবস্থান সম্পর্কে তিনি বলেন, দলের ব্যাপারে এরশাদ সাহেবের সহোদর জিএম কাদের ও পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সবকিছু বলবেন।