Home / রাজনীতি / দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিন চলছে

দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিন চলছে

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে।
রাত ৩টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কাভার্ড ভ্যানে পেট্রল বোমা ছুড়ে আগুন দেয় জামায়াত শিবির কর্মীরা।

তবে রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, দেশের বিভিন্ন জেলায় সহিংসতা বেড়ে যাওয়ায় যৌথ বাহিনী বিশেষ অভিযান চালাচ্ছে। প্রয়োজনে রাজধানীতে এ অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

উল্লেখ্য, নির্বাচনী তফসিল বাতিল, নির্দলীয়, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ও আটক নেতাদের মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিন অবরোধ ডাকে ১৮ দলীয় জোট।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ