জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদকে অবৈধভাবে আটক করার অভিযোগ তুলে তাকে মুক্তি দিতে সরকারের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় পার্টির এক নেতা।
মঙ্গলবার জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও এরশাদের ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট বখতিয়ার উদ্দিন খান ইকবালের পক্ষে রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।
সরকারের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবের প্রতি এ নোটিশ পাঠানো হয় বলে জানিয়েছেন বখতিয়ার উদ্দিন খান।
তিনি জানান, র্যাবের মাধ্যমে হুসেইন মুহম্মদ এরশাদকে ধরে নিয়ে গেছে। পরে তার শারিরীক অসুস্থতার কথা বলে (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করে রেখেছে। তাকে ধরে নেওয়া এবং আটক রাখা অবৈধ।
অবিলম্বে দলের প্রেসিডেন্টের মুক্তির বিষয়ে ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে র্যাবের একটি দল হুসেইন মুহম্মদ এরশাদকে সিএমএইচে নিয়ে যায়। তিনি এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন।