আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড নিয়ে প্রতিক্রিয়ায় পাকিস্তানের হাইকমিশনারকে তলব করেছে সরকার।
ঢাকায় ইসলামাবাদের দূত আফরাসিয়াব মেহেদী হাশমী কুরেশী মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। তাকে ডেকে পাঠানো হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে বিবৃতি দেয়া হবে।
যুদ্ধাপরাধী কাদের মোল্লার মৃত্যুদণ্ডে উদ্বেগ জানিয়ে পাকিস্তান পার্লামেন্টে প্রস্তাব পাসের পর এনিয়ে প্রতিক্রিয়া জানানো হবে বলে সকালেই জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।