Home / জাতীয় / মানবপতাকায় বিশ্বজয়ের প্রস্তুতি: অনুষ্ঠানের কিছু না দেখা মুহুর্ত

মানবপতাকায় বিশ্বজয়ের প্রস্তুতি: অনুষ্ঠানের কিছু না দেখা মুহুর্ত

মানবপতাকায় গিনেস রেকর্ড ভাঙছে বাংলাদেশ। লাল-সবুজে বিশ্বের সবচেয়ে বড় মানবপতাকা তৈরি করে চলছে বিশ্বজয়ের প্রস্তুতি। এর দৈর্ঘ্য ৪৩০ এবং প্রস্থ ২৮৫ মিটার। প্রায় ৩০ হাজার ব্যক্তির অংশগ্রহণে এটির আয়োজন করা হয়। ছোট আকারের প্লাকার্ড মাথায় নিয়ে তৈরি এ পতাকার লাল বৃত্তাংশে অংশ নেন সেনা সদস্যরা।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ