যারা মানুষ হত্যা, নৈরাজ্য, অগ্নিসংযোগসহ তাণ্ডব চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দেখামাত্র গুলি করতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি আজ জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘হরতালের নামে সারাদেশে মানুষ হত্যার প্রতিবাদ’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘পৃথিবীর কোথাও এমন স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার সম্পন্ন হয় না। তারপরও বিরোধী দল বারবার বলছে বিচার প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে না। তাদের বাঁচাতে হরতাল-অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।’
খালেদা জিয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হয়েও যুদ্ধাপরাধীর রায় কার্যকরের পর কোনো প্রতিক্রিয়া জানাননি। এতে জাতি হতাশ হয়েছে।’