বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসেছেন গুলশান কার্যালয়ে। আজ রাত পৌনে ৯ টায় বৈঠকটি শুরু হয়।
বৈঠকে উপস্থিত হয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচি মির্জা ফকরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.গণি। এছাড়াও উপস্থিত আছেন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবদীন, আহমেদ আজম খান, সাবেক মন্ত্রী নিতাই চত্রবর্তী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।