Home / শীর্ষ সংবাদ / মঙ্গলবার থেকে টানা অবরোধ ও অসহযোগ আন্দোলনে যাচ্ছে বিএনপি

মঙ্গলবার থেকে টানা অবরোধ ও অসহযোগ আন্দোলনে যাচ্ছে বিএনপি

প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপের দৃশ্যমান কোন অগ্রগতি নেই। এ অবস্থায় বিজয় দিবসের পরদিন অর্থাৎ ১৭ ডিসেম্বর থেকে টানা অবরোধ কর্মসূচির দিকে যাচ্ছে বিএনপি।
দলের দুটি সূত্রে জানিয়েছে, অহসহযোগ আন্দোলন ও শুরু করতে পারে বিরোধী জোট। বিএনপির একাধিক নেতা জানান, নির্বাচনের তফসিল স্থগিত করতে সরকার রাজি না থাকায় আন্দোরন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দী না থাকায় প্রায় দেড় শ আসনে সংসদ সদস্য হতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় । এ অবস্থায় সংলাপ করে কোন লাভ হবে না মনে করেন বিএনপি। দলের নেতারা মনে করেন, দাবি আদায় করতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই।

দলীয় সূতে আরো জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আন্দোলন কর্মসূচি আরো কঠোর হচ্ছে। বিজয় দিবসের পরদিন ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ জোট আবারো ৭২ ঘন্টার অেবরোধ কর্মসূচি পালন এবং শুক্রবার নিহতদের স্মরনে গায়েবানা জানাজা অনুষ্ঠানের চিন্তা করছে। ২১ ডিসেম্বরের পর যেকোনো দিন অসহযোগ আন্দোলনের ডাক দিতে পারে বিএনপির নেতৃত্বাধীন জোট।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ