Home / শীর্ষ সংবাদ / আ.লীগ নেত্রীসহ আপত্তিকর অবস্থায় নারায়ণগঞ্জের ডিসি মনোজ কান্তি আটক

আ.লীগ নেত্রীসহ আপত্তিকর অবস্থায় নারায়ণগঞ্জের ডিসি মনোজ কান্তি আটক

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মনোজ কান্তি বড়ালকে রাজধানীর খিলগাঁওয়ে এক আওয়ামী লীগ নেত্রীর বাসায় ওই নেত্রীকেসহ তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে পুলিশের ভ্যানে করে থানায় নেয়া হয়। একপর্যায়ে পুলিশ তাকে ছেড়ে দেয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে আওয়ামী লীগ নেত্রী খিলগাঁওয়ের প্রগতি মণ্ডলের ফ্ল্যাট বাসায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে প্রবেশদ্বারে তালা আটকে দেয় স্থানীয়রা। প্রগতি মণ্ডল ২০১২ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলনে পিরোজপুরের ডেলিগেট ছিলেন। ওই ডেলিগেটের একটি কার্ডও উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটে তালাবদ্ধ করে এলাকাবাসী খিলগাঁও থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ফ্ল্যাটের তালা খুলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল ও আওয়ামী লীগ নেত্রী প্রগতি মণ্ডলকে উদ্ধার করে পুলিশ ভ্যানে করে প্রথমে খিলগাঁও থানায় পরে মতিঝিল থানায় নিয়ে যায়। এরপর তাকে ছেড়ে দেয়া হয়। এদিকে জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালকে ঢাকায় আটকের খবরে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়।
বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলেও দাবি করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে কী এমন ভুল বোঝাবুঝি হয়েছে যে তাকে পুলিশের গাড়িতে ওঠাতে হয়েছে, এ বিষয়টি এড়িয়ে যায় পুলিশ। আর জেলা প্রশাসক জানান, তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা হয়েছিল। এ বিষয়ে মতিঝিল জোনের ডিসি আরশাদুজ্জামান জানান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল খিলগাঁওয়ে তার মাসির বাসায় গিয়েছিলেন। ওখানে এলাকাবাসী তাদের ভেতরে তালাবদ্ধ করে রেখেছিল। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি স্রেফ ভুল বোঝাবুঝি বলে তিনি জানান। জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল জানান, তিনি তার মাসির বাড়ি গিয়েছিলেন। ওই এলাকায় তার মাসির সঙ্গে এলাকার কিছু লোকজনের ঝামেলা চলছিল। তারাই তাদের ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ