মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে রাজধানীর ফকিরাপুল, মতিঝিল, পল্টন এলাকায় জামায়াত, শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে।
শুক্রবার দুপুর ২ টায় এই সংঘর্ষ শুরু হয়। এসময় জামায়াত ও শিবিরের কর্মীরা বহু যানবাহন, অফিসে আগুন ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
এছাড়া মালিবাগ, রামপুরাসহ বিভিন্ন এলাকায় যানবাহন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় জামায়াত শিবির কমর্কীরা। রামপুরা বিটিভি ভবনের সামনে পুলিশের সংঘর্ষ হয়। এসময় পুলিশ বেশ কয়েক রাউণ্ড গুলি চালায়।
কমলাপুরেও কয়েকটি গাড়িতে আগুন দিয়ে জামায়াত শিবির কর্মীরা। এসময় পুলিশ টিয়ারগ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে। আরামবাগ মসজিদের সামনে নামাজের পরপরই ৭টি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানী জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।