Home / জাতীয় / সারাদেশে আতঙ্ক, সর্বোচ্চ সতর্কতা

সারাদেশে আতঙ্ক, সর্বোচ্চ সতর্কতা

মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা নিয়ে ওয়ার্লেস বার্তার মাধ্যমে সারাদেশের সকল আইন-শৃংখলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে জরুরি এক বার্তায় এ সতর্কতার কথা বলা হয়েছে।

এদিকে আগামী নির্বাচনে দায়িত্বরত সারাদেশের জেলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা-কর্মচারিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কাদের মোল্লার ফাঁসি হওয়ার পর এ আতঙ্ক আরো মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

jamayat_islam

দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী দায়িত্ব পালন করা কঠিন এমন মতামত দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে চিঠিও পাঠনো হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন অফিসে বোমা হামলা হয়েছে এবং আগুন দেওয়ায় হয়েছে।
এ বিষয়ে ইসির একাধিক কর্মকর্তা জানান, ইতোমধ্যে কমিশনে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি আসছে। নির্বাচনী আইন অনুযায়ী দেশের সকল কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালনে বাধ্য। তবে ইসি সচিবালয়ের কর্মকর্তারাও আতঙ্কিত বলে জানিয়েছেন তারা।

ইতোমধ্যে সারাদেশে সারাদিনই বিভিন্ন জেলায় ভয়াবহ হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও রক্তপাতের ঘটনা ঘটেছে। বিশেষ করে সাতক্ষীরা, যশোর, নিলফামারি, রাজশাহী, বগুড়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালি ও চট্টগ্রামে ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এখন পর্যন্ত বিভিন্ন অনির্ধারিত সূত্র থেকে জানা গেছে, দেশজুড়ে সহিংস সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

তবে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক জোরদার করা হয়েছে। ঢাকাসহ বিভিন্ন শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ