মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি বুধবার সকাল ১০টা পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। মঙ্গলবার রাতে কাদের মোল্লার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ স্থগিতাদেশ দিয়েছেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
তবে কারা কর্তৃপক্ষ বলেছে, তারা যেহেতু আদালতের আদেশ পাননি, সেহেতু তারা রায় কার্যকরের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।