১৮ দলের ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া ৭২ ঘন্টার অবরোধের সময়সীমা বৃদ্ধি করে ১৩ ডিসেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত করা হয়েছে।
আজ সোমবার দুপুরেঅজ্ঞাত স্থান থেকে পাঠানো ভিডিও বার্তায় এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ।
ভিডিও বার্তায় সালাউদ্দিন আহমেদ বলেন, ১৩ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা অবরোধে নিহতদের স্মরণে সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। ১৪ ডিসেম্বর হবে বুদ্ধিজীবী দিবসের আলোচনা। ১৫ তারিখ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।