Home / ইসলাম / ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু

২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু

istema.thumbnailবিশ্ব মুসলমান এক হবার সুযোগ আবারো চলে এলো। প্রত্যেক বছরের মত এবারো শিল্পনগরী টঙ্গির তুরাগ নদীর তীরে তাবলীগ জামায়াতের সবচেয়ে বড় সমাবেশ “বিশ্ব ইজতেমা” অনুষ্ঠিত হবে। যার প্রথম পর্ব ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি ও দ্বিতীয় পর্ব ৩১ জানুয়ারি এবং ১, ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তাবলীগ জামায়াতের একটি সূত্রে এ তথ্য জানা গেছে। ইতিমধ্যে মাঠের যাবতীয় প্রস্তুতির কাজ চলছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ