প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সফররত জাতিসংঘ প্রতিনিধি অস্কার ফার্নান্দেজ তারানকো। শনিবার বিকেল ৩টা ৫৫ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিট পর্যন্ত ২ ঘণ্টা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হয়।বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা গওহর রিজভী, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে হোটেল সোনাগাঁওয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন তারানকো। রাতে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
সকাল ১০টায় মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারানকো। এরপর তিনি বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এইচএম মাহমুদ আলীর সঙ্গে। তবে কোনো বৈঠক শেষেই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন না।
গতকাল শুক্রবার রাতে তারানকোর নেতৃত্বে জাতিসংঘের পাঁচ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় পৌঁছে।
নির্বাচনকালীন সরকার ইস্যু নিয়ে দেশের প্রধান দু’দলের অনড় অবস্থান ও বর্তমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে জাতিসংঘের রাজনীতি বিষয়ক এই সহকারী মহাসচিবের সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
অস্কার ফার্নান্দেজ তারানকো এবারের সফরে চারদিন ঢাকায় অবস্থান করবেন। এ সময়টাতে তিনি প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
এর আগে চলতি বছরের মে এবং গত বছরের ডিসেম্বরেও ঢাকা সফর করেন তারানকো।