আগামী রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীতে ২৪ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে মহানগর বিএনপি।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেপ্তার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুস সালামসহ জাতীয় নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে।
শুক্রবার বিএনপির সদস্য সচিব আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়।