Home / জাতীয় / জাতীয় পার্টি সরে গেলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না : আমু

জাতীয় পার্টি সরে গেলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না : আমু

06222013_000016_AMUআগামী দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে জাতীয় পার্টি সরে গেলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু।

তিনি বলেছেন, “জাতীয় পার্টি একেক সময় একেক কথা বলে। নির্বাচনে পুনরায় তারা আসার সিদ্ধান্ত নিবে কিনা সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়।”

শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমু এমন মন্তব্য করেন।

আমু বলেন, “দেশের মানুষ যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। কোন দল নির্বাচনে এলো বা না এলো সেটি গ্রহণযোগ্যতার মাপকাঠি নয়।”

তিনি বলেন, “নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই। যারা স্বাধীনতার সময়ে গণহত্যা চালিয়েছিল তারাই বর্তমান সময়ে একইভাবে আন্দোলনের নামে একই ধরনের গণহত্যা চালাচ্ছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে মোকাবেলা করা হবে।”

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের কোনো সম্ভাবনা নেই জানিয়ে নির্বাচনকালীন সরকারের এই মন্ত্রী বলেন, “সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে আছেন এবং তার পদত্যাগের প্রশ্নই ওঠে না। যথাসময়ে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এর আগে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ