Home / রাজনীতি / শেখ হাসিনার পতন সময়ের ব্যাপার মাত্র : কাজী জাফর (ভিডিও)

শেখ হাসিনার পতন সময়ের ব্যাপার মাত্র : কাজী জাফর (ভিডিও)

আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব‌্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ।

বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সাথে প্রায় দেড় ঘন্টা বৈঠকের পর সাংবাদিকদের সাথে এক ব্রিফিং-এ তিনি একথা বলেন।

তিনি বলেন, এ সরকারের মেয়াদ প্রায় শেষ। শেখ হাসিনার পতন আসন্ন এবং এটা সময়ের ব্যাপার মাত্র।

এ সময় তিনি আরও বলেন, ১৮ দলীয় যে আন্দোলন করছেন তার সাথে তিনি ও তার দল সমর্থন করে এবং এই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছন তাদের প্রতি তিনি সম্মান জানান।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, আমরা খালেদা জিয়ার সাথে বর্তমান আন্দোলন সম্পর্কে খুবই খোলামেলাভাবে আলোচনা করেছি। আমরা চলমান আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছি। আমাদের যতটুকু শক্তি আছে তা দিয়েই এই আন্দোলনে জাপিয়ে পরতে ইতি মধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটিসহ সব পর্যায়ে আমরা নির্দেশ দিয়েছি।

এসময় তিনি জানান, আগামী শনিবার গুলশান-২ এ তার বাসায় এক সংবাদ সম্মেলন করবেন।

 

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ