Home / খেলা / টি-টোয়েন্টির ১০০ দিনের কাউন্ট ডাউন শুরু

টি-টোয়েন্টির ১০০ দিনের কাউন্ট ডাউন শুরু

শুক্রবার শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষণগণনা। সেই সাথে শুরু হয়ে গেলো টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা।

রাত ১২টা ০০ মিনিটে ১০০ দিন ক্ষণ গণনার উদ্বোধন করেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

সংসদ ভবনের সাউথ প্লাজায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস্ট স্ট্যাটলি।

মঞ্চে উপস্থিত ছিলেন- অল রাউন্ডার সাকিব আল-হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, বাংলাদেশ মেয়েদের দল নেত্রী সালমা খাতুন ও মেয়র মাঞ্জুর আলম।

অনুষ্ঠানের শুরুতে শূন্য ব্যান্ড গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখে। ১২টার ১৫ মিনিট আগে আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস্ট স্ট্যাটলি স্বাগত বক্তব্য রাখেন।

এরপর বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান সংক্ষিপ্ত বক্তব্য শেষে ১২টা ০০ মিনিটে ক্ষণ গণনার উদ্বোধন করেন।

কাউন্ট ডাউন ঘোষণার পর ১০/১৫ মিনিট লেজার শো ও আতশবাজির মাধ্যমে বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শন করা হয়।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ