মনোনয়নপত্র দাখিল করেই দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও সরকারদলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
সোমবার মনোনয়ন দাখিলের শেষ সময় পর্যন্ত অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় মহীউদ্দীন খান আলমগীর চাঁদপুর-১ এবং চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।