বাংলাদেশে বিরোধীদের আন্দোলনে যাত্রী পরিবহনে বোমা এবং অগ্নিসংযোগের সাথে তার দলের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।
এক বিবৃতিতে, খালেদা জিয়া পরোক্ষভাবে সরকারের প্রতি ইঙ্গিত করে বলেছেন, জনমত বিভ্রান্ত করতেই সুপরিকল্পিতভাবে এই তৎপরতা চালানো হচ্ছে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধীদের আন্দোলনে যাত্রীসহ জন পরিবহনে বোমা এবং আগুন দেওয়ার বেশ কিছু ঘটনার নিয়ে দেশের ভেতর ও বাইরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
এমনকী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই রোববার এক বিবৃতিতে বাসে আগুন দেওয়ায় যাত্রী মৃত্যুর ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। তিনি এমন মন্তব্যও করেছেন নির্বাচনী এসব সহিংসতার অপরাধে আন্তর্জাতিক আদালতে বিচারের নজির রয়েছে।
এরই প্রেক্ষাপটে খালেদা জিয়া আজ দীর্ঘ এক বিবৃতিতে এসব সহিংসতার সাথে বিএনপির সংশ্লিষ্টতা নাকচ করলেন।
খালেদা জিয়া তার বিবৃতিতে সাধারণ মানুষের ওপর হামলা না করা এবং সম্পদ নস।ট না করার জন্য বিএনপি এবং তার শরিক দলগুলোর নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
“দেশের কোথাও যেন নিরাপরাধ সাধারণ মানুষের ওপর হামলা না হয় । কোথাও যেন তাদের সম্পদ নষ্ট না করা হয়।”