আধুনিক মালয়েশিয়ার রূপকার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ দুই দিনের সফরে আগামী ১৫ মার্চ ঢাকা আসছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজী এন্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সমাবর্তনে ড. মাহাথির সমাবর্তন বক্তা হিসেবে যোগ দেবেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।