Home / জাতীয় / দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬২.১৯ শতাংশ

দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬২.১৯ শতাংশ

গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় সারাদেশের ১১৪টি উপজেলা নির্বাচনে ৬২.১৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্রে আরো জানা গেছে, এসব নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ১ কোটি ৯৫ লাখ ৮৪২। এর মধ্যে প্রদ্ত্তভোট ১ কোটি ২১ লাখ ৫৯ হাজার ৯৯৬টি। যার মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৪১টি এবং অবৈধ ভোটের সংখ্যা ৫ লাখ ৬২ হাজার ৯৫৫টি।

উল্লেখ্য, এর আগে অনুষ্ঠিত হওয়া প্রথম দফা উপজেলা নির্বাচনে ভোট পড়েছিল ৬২.৪৪ শতাংশ।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ