বাহরাইনের রাজধানী মানামায় অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার ভোর রাতে মানামার মাখারকায় শ্রমিকদের কর্মস্থল দোতলা একটি ভবনে অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের সংশ্লিষ্ট ডেস্কের কর্মকর্তারা নিহতদের মধ্যে দুজনের নাম জানাতে পেরেছেন। এরা হলেন- মোশাররফ হোসাইন ও আবু জালাল। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
অগ্নিকাণ্ডে শ্রমিক মারা যাওয়ার খবর জানিয়ে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, শুক্রবার ভোর আড়াইটার পর ওই তিন শ্রমিকের কর্মস্থল দোতলা ভবনটিতে আগুন লাগলে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তারা।
নিহতদের কেবল এশিয়ান নাগরিক উল্লেখ করে সিভিল ডিফেন্সের পরিচালকের উদ্ধৃতি দিয়ে ওয়েবসাইটটির খবরে আরও বলা হয়, ভোর ২টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর এলে ২টা ৪২ মিনিটেই ঘটনাস্থলে উপস্থিত হয় সিভিল ডিফেন্সের একটি দল। পার্শ্ববর্তী কোনো ভবনে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
নিরাপত্তা ঘাটতির কারণে ভবনটির প্রথম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলেও জানানো হয় দেশটির সরকারের পক্ষ থেকে।