বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, বিএনপির সব কর্মকাণ্ড অহিংস। নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক সহিংসতায় বিএনপির কেউ জড়িত নেই।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়াই সাম্প্রদায়িক সহিংসতার মূল কারণ। যারা দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ঘটিয়েছে তারা দুর্বৃত্ত, তাদের কোনো জাত নেই। তারা মানবতাবিরোধী অপরাধ করছে। এজন্য তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্ট আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।
প্রতিবাদ সভায় নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন এলাকায় হিন্দুদের ওপর হামলার তীব্র নিন্দা জানান সাবেক এ সেনাপ্রধান।
দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, এটি একটি প্রহসনের নির্বাচন। নির্বাচনে মানুষের ভোটাধিকার পদদলিত হয়েছে।
গণতন্ত্রকে সমুন্নত রাখতে খুব তাড়াতাড়ি আরেকটি নির্বাচন দিতে হবে বলে দাবি করেন তিনি।
মাহবুবুর রহমান বলেন, বর্তমানে বাংলাদেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, আর অন্যান্য দেশের শ্রদ্ধা হারাচ্ছে। দশম জাতীয় সংসদ নির্বাচন একটি কলঙ্ক। একে আরো কলঙ্কিত করেছে সাম্প্রদায়িক সহিংসতা।
সভায় আয়োজক সংগঠনের আহ্বায়ক পুলক কান্তি বড়ুয়া, সদস্য সচিব বিপ্লব বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীলিপ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।