সাবেক প্রধান বিচারপতি ও সাবেক প্রধান উপদেষ্টা হাবিবুর রহমানের প্রথম জানাজা সুপ্রিম কোর্টে সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে এ জানাজা সম্পন্ন হয়। সেখানে বিচারপতিরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গুলশানের আজাদ মসজিদে। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে সকালে শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার (হাবিবুর রহমানের) মরদেহ রাখা হয়। তারপর মরদহে নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্টে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশানে হাবিবুর রহমানের নিজ বাসভবনে শ্রদ্ধা নিবেদন করতে যান।
উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান ৮৫ বছর বয়সে শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।