রোববার দশম জাতীয় সংসদের ৪৮ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে।
এ জন্য বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রীদের শপথ পড়ানো হয়। সেখানে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও পরে তাকে শপথ পড়ান হয়।
এরপর পর্যায়ক্রমে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সন্ধ্যায় নবনির্বাচিত মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। এদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া এইচ টি ইমাম প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, মশিউর রহমান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা, গওহর রিজভী প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক বিশেষ উপদেষ্টা, তারেক আহমেদ সিদ্দিকী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পালন করবেন।
এদিকে, আবুল মাল আবদুল মুহিত পেয়েছেন অর্থ মন্ত্রণালয়, আমির হোসেন আমু শিল্প মন্ত্রণালয়, তোফায়েল আহমেদ বাণিজ্য মন্ত্রণালয়, মতিয়া চৌধুরী কৃষি মন্ত্রণালয়, মোহাম্মদ নাসিম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রণালয়, খন্দকার মোশাররফ হোসেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, হাসানুল হক ইনু তথ্য মন্ত্রণালয়, রাশেদ খান মেনন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ওবায়দুল কাদের যোগাযোগ মন্ত্রণালয়, অ্যাডভোকেট আনিসুল হক আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়, অধ্যক্ষ মতিউর রহমান ধর্ম মন্ত্রণালয়, আনোয়ার হোসেন মঞ্জু পরিবেশ ও বন মন্ত্রণালয়, নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয়, আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, আসাদুজ্জামান নূর সংস্কৃতি মন্ত্রণালয়, অ্যাডভোকেট কামরুল ইসলাম খাদ্য মন্ত্রণালয়, আনিসুল ইসলাম মাহমুদ পানি মন্ত্রণালয়, মুজিবুল হক চুন্নু শ্রম ও কর্ম সংস্থাপন মন্ত্রণালয়, শাহজাহান খান নৌপরিবহনমন্ত্রী, লতিফ সিদ্দিকী ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, সাইয়েদুল হক মৎস্য ও প্রাণি বিষয়ক মন্ত্রণালয়, ইমাজ উদ্দিন প্রামাণিক বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মোফাজ্জেল হোসেন মায়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আ হ ম মুস্তাফা কামাল পরিকল্পনা মন্ত্রণালয়, মুস্তাফিজুর রহমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মোহসিন আলী সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শামসুর রহমান শরীফ ভূমি মন্ত্রণালয়, শাহ রিয়ার আলম পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী:
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বস্ত্র ও পাঠ প্রতিমন্ত্রী মির্জা আজম, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উসৈ শিং, মংস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, ভূমি প্রতিমন্ত্রী সাউফুজ্জামান চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ইসতম আরা সাদেক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।
পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল-ইসলাম জ্যাকব।