এই নির্বাচন জনগণের কাছে বিশ্বাসযোগ্য হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
রোববার বিকেলে বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে মূল ভবন থেকে বাইরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
মজীনা বলেন, কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই অনেকগুলো আসনে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিরোধী দল ছিল না। এই নির্বাচনটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। আমরা আশা করি, খুব শিগগিরই এ বিষয়ে সংলাপ হবে। এবং তার মাধ্যমে অবাধ সুষ্ঠু ও অর্থবহ একটি নির্বাচন হবে।
বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের কমিটমেন্ট বলেও মন্তব্য করেন তিনি।