নতুন সরকারের মন্ত্রিসভায় শপথ নিচ্ছেন ৪৮ জন। এদের মধ্যে নতুনরা ছাড়াও রয়েছেন নির্বাচনকালীন সরকারের মন্ত্রী, মহাজোট সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের আগের সরকারের বেশ ক’জন মন্ত্রীও।
মন্ত্রিপরিষদ সূত্র ৪৮ জন মন্ত্রীর শপথ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নির্বাচনকালীন সরকারে দায়িত্ব পালন করেছেন এমন মন্ত্রী-প্রতিমন্ত্রী ছাড়া নতুন সরকারের মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে স্থান পাচ্ছেন ৩১ জন।
নির্বাচনকালীন সরকার, মহাজোট সরকার ও আওয়ামী লীগের আগের শাসনামলে দায়িত্ব পালন করা মন্ত্রী মিলিয়ে ৪৮ জন দশম জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের অপেক্ষায় রয়েছেন।
এদের মধ্যে পূর্ণ মন্ত্রিত্ব পাচ্ছেন ২৯ জন। প্রতিমন্ত্রী ১৭ জন এবং উপমন্ত্রী হচ্ছেন ২ জন।
মন্ত্রী পদে শপথগ্রণের অপেক্ষায় আছেন মোহাম্মদ নাসিম, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আসাদুজ্জামান নূর, মোস্তাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, মেহের আফরোজ চুমকি, সৈয়দ মহসিন আলী, অ্যাডভোকেট আনিসুল হক ও আনোয়ার হোসেন মঞ্জু।
প্রতিমন্ত্রী পদে শপথ নিচ্ছেন বীর বাহাদুর উশৈসিং তঞ্চজ্ঞ্যা, জ্যাকব আলী, এম এ মান্নান, অধ্যাপক মতিউর রহমান, আসাদুজ্জামান খান, সাহেব আলী মাতব্বুর, স্থপতি ইয়াফেস ওসমান, সাইফুজ্জামান চৌধুরী, জাহিদ মালেক, জুনাইদ আহমেদ পলক, মির্জা আজম, ইসমত আরা, শাহরিয়ার আলম, শহীদুল হক, এমাজউদ্দীন প্রামাণিক, মশিউর রহমান রাঙ্গা, নারায়ণ চন্দ্র চন্দ ও বীরেন শিকদার।
উপমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়।
তাদের সবার জন্য সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নিচে গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।