পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি সোম ও মঙ্গলবারের জন্য স্থগিত করা হয়েছে। তবে বুধবার থেকে আবারও চলবে টানা অবরোধ।
শনিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, রোববার ১২ জানুয়ারি সকাল ৬টা থেকে ১৩ জানুয়ারি সোমবার সকাল ৬টা পর্যন্ত ১৮ দলের ঘোষিত অবরোধ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে।
তবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সোমবার সকাল ছয়টা বুধবার সকাল ছয়টা পর্যন্ত অবরোধ স্থগিত থাকবে। বুধবার ভোর ছয়টা পরবর্তী ঘোষণা দেওয়া না পর্যন্ত অবরোধ কর্মসূচি আবারও অব্যাহত থাকবে।
বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল এ ঘোষণা দেন।
উল্লেখ্য, দশম সংসদে নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে ১ জানুয়ারি থেকে টানা অবরোধ ডাকে ১৮ দল। এর মধ্যে ৫ জানুয়ারি ভোটের দিন হরতালও ডাকে তারা। পরে শুক্র ও শনিবারের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়।