দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সারাদেশে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটানার মাধ্যমে এই ভোট গ্রহণ সম্পন্ন হয়। এর আগে সকাল ৮টা থেকে একযোগে সারাদেশে ভোটগ্রহন শুরু হয়ে একটানা চলে বিকের ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনার কাজ।
বিরোধীদল বিএনপি এ নির্বাচনে অংশগ্রহন না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন প্রার্থী জয়ী হয়। যার ফলে বাকি ১৪৭ আসনে আজ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয় ৫ ও ৬ ডিসেম্বর।
এছাড়া প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয় ১৩ ডিসেম্বর। তফসিল অনুযায়ী এবারের নির্বাচনে ১,১০৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা ২০৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন।