Home / নির্বাচন / ভাগ-বাটোয়ারার নির্বাচন হতে দেয়া হবে না: ইসলামী ঐক্যজোট

ভাগ-বাটোয়ারার নির্বাচন হতে দেয়া হবে না: ইসলামী ঐক্যজোট

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “আগামী ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন ঠেকাতে পাড়ায় পাড়ায় সর্বদলীয় সংগ্রাম কমিটির নেতাদের এখনই প্রস্তুতি নিতে হবে। মনে রাখতে হবে- এটা নির্বাচন নয়, পরিকল্পিত ভাগ-বাটোয়ারা। জনগণের ইচ্ছার বিরুদ্ধে ভাগ-বাটোয়ারার কোনো নির্বাচন এই দেশে হতে দেয়া হবে না।”

বুধবার এক যৌথ বিবৃতিতে তারা এ কথা বলেন।

তারা বলেন, “বিগত পাঁচ বছরে আওয়ামী লীগ নিজেদের স্বার্থে দেশকে যেভাবে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, তা থেকে উদ্ধারে সকল দেশপ্রেমিক নাগরিককে স্বৈরাচার সরকারের পতন আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।”

তারা চলমান সকল সহিংসতার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করে বলেন, “আওয়ামী সভানেত্রী ও তথাকথিত সর্বদলীয় সরকার প্রধান শেখ হাসিনার একগোয়েমির কারণেই দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অজস্র তাজা প্রাণ মরে গেছে। ব্যবসা-বাণিজ্য ও কল-কারখানা বন্ধ হয়ে গেছে। এই জুলুমবাজ সরকারের পতন ঘটাতে না পারলে দেশ ও জাতিকে আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত করা সম্ভব নয়।”

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ