যমুনা ফিউচার পার্কের নির্মাণাধীন ভবনের উপর থেকে শাটার ভেঙ্গে পড়ে শাহীন (৩৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলকে প্রধান আসামি করে মামলা হয়েছে।
নিহতের বড় ভাই হযরত আলী বাদী হয়ে ভাটারা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। অন্য আসামির মধ্যে রয়েছেন যমুনা গ্রুপের চিফ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, মামলা নং- ২৪(১)১৪। মামলায় ভবন নির্মাণে অবহেলার অভিযোগ আনা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এঘটনার পর নিহতের আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে যমুনা ফিউচার পার্কে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ বাধা দিতে এলে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।