সিঙ্গাপুরের খ্যাতনামা বাংলাদেশি রেস্টুরেন্ট ‘খানা বাসমতি’ ৪র্থ বর্ষপূতিতে নৈশভোজের আয়োজন করা হয়।
নৈশভোজে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মাহবুবুজ্জামান ছাড়াও হাই কমিশনের পদস্থ কর্মকর্তা, সিঙ্গাপুর- বাংলাদেশ চেম্বার অব কমার্স কমার্সের সভাপতি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এরশাদ আলী, সহ সভাপতি মির্জা গোলাম সবুর, সাধারণ সম্পাদক সাহিদুজ্জামান, সিঙ্গাপুরে আইনপেশায় কর্মরত আলম, সাব্বির, বিশিস্ট ব্যবসায়ী কাদের, কামরুল, আবু সাইদ আজাদসহ খানা বাসমতি মালিক আলামিন ইকবাল মানু এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। সঙ্গীত পরিবেশন করেন আক্তার, জাকির, বাদশা, মাসুদ, আকাশ ও শাহীন।