যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ট্রাকের আঘাতে বাংলাদেশি এক স্কুল শিক্ষার্থী মারা গেছে। শুক্রবার বোনের সঙ্গে স্কুলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন নওশাদ নাহিয়ান। তার বয়স ৮ বছর।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার বোনের সঙ্গে স্কুলে যাওয়ার সময় কুইন্স এলাকার একটি মোড়ে নাহিয়ানকে আঘাত করে একটি ট্রাক। ঘটনাস্থল থেকে নাহিয়ানের বাসার ব্যবধান মাত্র দুই ব্লক।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। তবে নাহিয়ানের বোন আহত হননি।
জানা গেছে, শীতকালীন ছুটির আগে শুক্রবার শেষ ক্লাস ছিল নাহিয়ানের।
নাহিয়ানের বাবা মো. ওসমান মিয়া জানান, বাংলাদেশ থেকে নিউইয়র্কে তিনি কয়েক মাস আগে গেছেন। ঢাকায় ফিরে আসতে চাইলেও নাহিয়ান দেশে ফিরে আসতে চায়নি। নিউইয়র্কের পরিবেশ, স্কুল আর প্রতিবেশীদের ভালো লেগে যায় নাহিয়ানের।
ছেলের চাওয়ার কারণে নিউইয়র্কে থেকে যায় ওসমান মিয়ার পরিবার। বাংলাদেশে ফিরে আসলে ছেলেকে হারাতো হতো না বলে কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান ওসমান মিয়া।
ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ। তার বিরুদ্ধে নিরাপত্তা আইন ভঙ্গের মামলা করা হয়েছে।