আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি শান্তিরক্ষী লেফটেন্যান্ট কর্নেল মো. তোহিদ-উল-মুলক মারা গেছেন।
এই সেনা কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ মেডিকেল কন্টিনজেন্ট-৯ (ব্যানমেড-৯) এ কর্মরত ছিলেন।
বুধবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মিল্কপার্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, গত ২৮ ডিসেম্বর আইভরি কোস্টে এক সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পান তোহিদ-উল-মুলক। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জোহানেসবার্গে স্থানান্তর করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. তোহিদ-উল-মুলকের মৃত্যুর সময় তার স্ত্রী শারমিন হোসেন ওই হাসপাতালেই ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল শারমিন ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের এ্যানাটমি বিভাগের সহযোগী অধ্যাপক।
তোহিদ-উল-মুলক ১৯৯৪ সালের জানুয়ারিতে বাংলাদেশ সেনাবাহিনীর এএমসি কোরে কমিশন পান। গতবছর ২৪ জানুয়ারি তিনি শান্তি মিশনে আইভরি কোস্টে যান।
তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।