ওয়াশিংটন: ছয় মাস বাড়ি থেকে দূরে থেকে আমেরিকান সেনা জেমি প্রাইস। ফিরে নিজের স্ত্রীকে চিনতেই পারলেন না জেমি! মাত্র ৬ মাসেই ভুলে গেলেন জীবনসঙ্গিনীকে? আসলে এইটুকু সময়ে মধ্যেই বদলে গিয়েছে অনেক কিছু। বদলে গিয়েছেন জেমির স্ত্রী নিজেই।
এই ছয় মাস স্বামী যখন আফগানিস্তানে যুদ্ধে লড়ছিলেন তখন বাড়িতে বসে ‘কেমব্রিজ ডায়েটে’ স্ত্রী আনিকা ৪৬ কেজি ওজন কমিয়ে ফেলেছেন। তাই বিমানবন্দরে ২৮ বছরের অনিকাকে দেখেও চিনতে পারলেন না ৩২ বছরের জেমি। দুই ছেলেকে নিয়ে বিমানবন্দরে জেমির আসার অপেক্ষা করছিলেন অনিকা। তিনি বলেন, “আমার পাশ দিয়ে জেমি সোজা হেঁটে চলে যায়। চিনতেও পারেনি প্রথমে। পরে ছেলেদের দেখে চিনতে পেরে বিস্ময়ে হতবাক হয়ে যায় জেমি।”
মাত্র ছয় মাস আগেই আনিকার ওজন ছিল ১০৬ কেজি। বাচ্চাদের স্কুলে তাকে নিয়ে হাসাহাসি মোটেও ভাল লাগছিল না আনিকার। তাই কয়েক মাসেই ৪৬ কেজি কমিয়ে তিনি এখন ৬০ কেজির তন্বী।
তিনি আরো বলেন, “আমি জেমিকে একজন নতুন স্ত্রী উপহার দিতে চেয়েছিলাম। সেটাই আমার লক্ষ্য ছিল। আমি আমার স্বামীকে নিয়ে গর্বিত। আমি চেয়েছিলাম জেমিও আমাকে নিয়ে গর্বিত হোক।” সূত্র: জিনিউজ।